রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) গবেষণা ও সম্প্রারণ দপ্তরের উদ্যোগে ২০২৫-২০২৬ অর্থবছরের জন্য বরাদ্দকৃত গবেষণা প্রকল্পের পরিচালকদের সাথে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। একই অনুষ্ঠানে ২০২৩-২৪ অর্থবছরে সম্পাদিত প্রকল্পের পরিচালকদের সার্টিফিকেট ও সম্মানী প্রদান করা হয়।
রোববার (২৯ জুন) বিকেলে বিশ্ববিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, “একবিংশ শতাব্দীর বৈশ্বিক প্রেক্ষাপটে প্রযুক্তিগত উৎকর্ষতা অর্জন এবং নতুন জ্ঞানের সৃষ্টিতে গবেষণা প্রধান চালিকাশক্তি হিসেবে কাজ করে। টেকসই উন্নয়নের জন্য গবেষণাকে শিক্ষার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসতে হবে। রুয়েট শিক্ষকদের উদ্ভাবনী চিন্তাভাবনা ও প্রয়োগমুখী গবেষণাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়। প্রতিটি গবেষণা যেন শিল্প, সমাজ ও রাষ্ট্রীয় অগ্রগতির সঙ্গে সরাসরি সংযুক্ত হয়, সেটাই আমাদের প্রধান লক্ষ্য। এসব চুক্তি শুধু আনুষ্ঠানিকতা নয়, বরং ভবিষ্যতের প্রযুক্তিনির্ভর বাংলাদেশের ভিত্তি গঠনের অঙ্গীকার।”
অনুষ্ঠানে গবেষণা ও সম্প্রারণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. আব্দুল খালেক সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ফলিত বিজ্ঞান ও মানবিক অনুষদের ডীন অধ্যাপক ড. মো. আব্দুল কাদের জিলানী, তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. বশির আহমেদ এবং যন্ত্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডীন, সকল পরিচালক, বিভাগীয় প্রধান, দপ্তর ও শাখা প্রধান, বিভিন্ন বিভাগে কর্মরত শিক্ষক ও গবেষনা প্রকল্প সংশ্লিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ।